২৭শে জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা

২৭শে জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ   পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭শে জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার উপসচিব সোনিহা হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২৭শে জুন মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করল। এতে বলা হয়, জরুরি পরিষেবাসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।