You must need to login..!
Description
এম এ খালেক খান পিভিএম :
ঢাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সম্মেলন কক্ষে MRA ও TMSS এর মধ্যে ২১ জুন বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।বর্তমান সরকারের জবাবদিহি মূলক প্রশাসনিক ও উন্নয়ন ব্যবস্থাপনার আওতায় প্রথমবারের মতো সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও সরকারের পক্ষ থেকে এই উন্নয়ন কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনিষ্ঠিত হলো।মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পক্ষে সংগঠনপর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো.ফসিউল্লাহ ও বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবতন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও TMSS এর পক্ষে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম চুক্তিতে স্বাক্ষর করেন।এসময় দেশের প্রথম সারির ১০ টি MFI ও MRA এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এই চুক্তি স্বাক্ষরের ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি পাবে ও দেশের সার্বিক উন্নয়ন তরান্বিত হবে।এ সময় টিএমএসএস ও MRA এর উর্ধ্বতন কর্মকর্তা,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।