You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলায় মো. মোখলেছুর রহমান ওরফে তারাকে (৭০) গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ র্যাব-১৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতাররা মো. মোখলেছুর রহমান ওরফে তারা শেরপুরের নকলা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ময়েজ উদ্দিনের ছেলে।এর আগে ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ধোপাখলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় শেরপুরের নকলা হাইস্কুলে পাকিস্তানি হানাদার বাহিনী মোখলেছুর রহমান ওরফে তারার সহায়তায় রাজাকার ক্যাম্প স্থাপন করে। ওই ক্যাম্পে পাকিস্তানি আর্মিরা ব্যাংকার, বন্দিশালা, টর্চার সেল তৈরি করেন। অভিযুক্ত তারার নেতৃত্বে নকলা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষ ধরে এনে ওই ক্যাম্পের বন্দিশালায় রেখে রেখে নির্যাতন ও হত্যা করা হতো।