You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তে ভারতীয় হাতি তাড়ানোর বিদ্যুতের ফাঁদের তারে জড়িয়ে আবু হানিফা (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক সদর ইউনিয়নের গোবরাকুড়া গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী পূর্ব গোবরাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হালুয়াাঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে জানান, কৃষকের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, সাম্প্রতিক সময়ে গোবরাকুড়া সীমান্ত এলাকায় প্রায় রাতেই বন্য হাতির পাল হানা দিয়ে ফসলি জমি ও মানুষের ঘরবাড়ি নষ্ট করে দিচ্ছে। এ অবস্থা থেকে বাঁচতে স্থানীয় কৃষকরা গোপনে হাতি তাঁড়ানোর জন্য বিদ্যুতের ফাঁদ তৈরি করেছে। দুপুরে ওই মাঠে গরু চড়াতে গিয়ে ওই কৃষক বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান।
মৃতের চাচা দুলাল মিয়া জানান, সাধারণ ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিনের বেলায় বন্ধ রাখা হয়। কিন্তু যারা এ ফাঁদটি দিয়েছে তারা দিনের বেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ না করায় এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ হালুয়াঘাট আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন বলেন, বিদ্যুতের তার দিয়ে ফাঁদ দেওয়ার কোনো নিয়ম নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।