হালুয়াঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যাবসায়ীদের পাশে -সৈয়দ এমরান সালেহ প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
হালুয়াঘাটের ধারা বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ভস্মীভূত ক্ষুদ্র ব্যাবসায়ীদেরকে ধারা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অর্থননৈতিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
আজ ২৩ জুন শুক্রবার সন্ধ্যায় ধারা বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই সহযোগিতা ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যাবসায়ী আমিনুল ইসলাম আমিনের হতে তুলে দেন।
এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি সরকার বা বিরোধী দলে যেখানেই থাকুক না কেনো, সবসময় অসহায়,বিপদগ্রস্ত মানুষের পাশে থাকে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বিপদগ্রস্ত মানুষের সাহায্যে সহযোগিতার হাত সম্প্রসারিত করার জন্য ধারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।
এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলী , ধারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন , ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম ,মোশাররফ হোসেন,আলতাফ হোসেন, আবদুল হামিদ,আলী আযম খান দিপু, জহিরুল ইসলাম বাদশা,ফজলুর রহমান ,দিদার মন্ডল, মঞ্জুরুল হামিদ রানা, আকিকুল ইসলাম, যুবদল নেতা আবু রায়হান, মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, সারোয়ার হোসেন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য , গত ৪ জুন গভীর রাতে ধারা উত্তর বাজারে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ও ব্যাবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়।