You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, ৪১ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা-২০২৩ এর চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ অফিসের কনফারেন্স রুমে জেলা পুলিশের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।
জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সভাপতি ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, এনএসআই ময়মনসিংহের যুগ্ন পরিচালক মোঃ শরীফ উল হাসান।
এ ছাড়াও বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, ক্রিকেট দলের ম্যানেজার মোঃ আঃ মোমেন খান, কোচ- হাবিবুল ইসলাম আলোক, অধিনায়ক সালেহীন রিফাত সাদ।
অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, শামীম হোসেন, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
উল্লেখ্য গত এপ্রিল মাসে কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বরগুনা জেলা ক্রিকেট দলের সাথে ময়মনসিংহ জেলা ক্রিকেট দলের তিনদিনব্যাপী ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকায় ময়মনসিংহ জেলা ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন (সেরা) ক্রিকেট দলের সকল খেলোয়াড়, সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বিজয়ী খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। ক্রিকেট বাংলাদেশের অনেক সুনাম বয়ে আনছে। ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্ব চিনতে পেরেছে। আপনারা দল এবং ময়মনসিংহবাসীকে সম্মানিত করেছেন। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে। আগামী পাচ বছর এভাবে চলমান থাকলে আমরা আরো উন্নত সমৃদ্ধশালী হবোই হবো।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, আমরা ক্রিকেট সহ সকল খেলা এবং খেলোয়াড়দের উন্নয়নে কাজ করছি। খেলোয়াড়রা যাতে বৃষ্টির সময়ও খেলতে (চর্চা) পারে এ জন্য ময়মনসিংহে ইনডোর ক্রিকেট মাঠ তৈরীর চেষ্টা করছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই করতে পারবো। ময়মনসিংহ ক্রিকেট পরিষদের সভাপতি ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও খেলোয়াড় ছিলেন। তার জৈস্ট্য ছেলে শেখ কামাল ছিলেন একজন ক্রীড়াবিদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়া প্রেমী মানুষ। তার হাত ধরে ক্রীড়া জগত অনেক উন্নতি হয়েছে। আজকের এই সংবর্ধনার উদ্দেশ্য হলো আপনাদেরকে অনুপ্রানিত করা। আপনারা যাতে এই অর্জনকে ধরে রেখে সামনের দিনে ময়মনসিংহকে আরো এগিয়ে নিতে পারেন। শিক্ষা সংস্কৃতি ক্রীড়া সকল পর্যায়ে ময়মনসিংহ এগিয়ে যাক এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরো বলেন, এই বিজয়কে পুজি করে আপনারা ধ্যানে জ্ঞানে ক্রিকেট এবং ক্রিকেটে ময়মনসিংহের উন্নতি নিয়ে ভাবুন। যাতে একদিন বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দিতে পারে। ক্রীড়া জগতের উন্নতি হলেই জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসমুক্ত ময়মনসিংহ গড়ে তুলা সম্ভব হবে।