You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে সারা দেশের ন্যায় ময়মনসিংহেও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর আয়োজন করা হয়েছে।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সংস্কৃতি ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।
উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে বর্ণিত কর্মসূচির মধ্যদিয়ে এবারও ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩। এ প্রতিযোগিতার লক্ষ্যে উপজেলা পর্যায়ে ০৯ জুলাই ২০২৩ হতে ১২ জুলাই ২০২৩ পর্যন্ত, জেলা পর্যায়ে ১৫ জুলাই ২০২৩ হতে ১৭ জুলাই ২০২৩ পর্যন্ত, বিভাগীয় পর্যায়ে ২০ জুলাই ২০২৩ হতে ২২ জুলাই ২০২৩ পর্যন্ত, জাতীয় পর্যায়ে ২৬ জুলাই ২০২৩ হতে ৩০ জুলাই ২০২৩ পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বশেষ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়সূচী পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এ অংশগ্রহণের জন্য শিশুদেরকে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় এ যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে।