গফরগাঁওয়ে ব্যবসায়ীকে অপহরণ ॥ পরে উদ্ধার ॥ ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   
ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে ব্যবসায়ী বেনজীর আহম্মেদ জুয়েল (৪৪) কে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গফরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক খোকনের লোকজনের বিরুদ্ধে। রবিবার দুপুরে গফরগাঁও পৌর সাবরেজিষ্ট্রি অফিসে দলিল করতে লংগাইর ইউনিয়নের কুকসাইর গ্রামের ব্যবসায়ী জুয়েল আসলে এঘটনা ঘটে।
জানা গেছে, ব্যবসায়ী জুয়েলের সাথে পাশ^বর্তী গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম খোকন ও কয়েকজনের সাথে অর্থনৈতিক লেনদেন ছিলো। এরই জেরে জুয়েল জমি বিক্রয় করতেছে খবর পেয়ে চেয়ারম্যান ও তাঁর লোকজন সাবরেজিষ্ট্রি অফিসে এসে জুয়েলকে অটোরিকশায় জোরপূর্বক তুলে নিয়ে হাতিখলা গ্রামে চেয়ারম্যানের বাড়িতে আটক করে রাখে। খবর পেয়ে জুয়েলের স্ত্রী রীপা আক্তার জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েলকে উদ্ধার করে।
এঘটনায় জুয়েলের স্ত্রী রীপা আক্তার বাদি হয়ে চেয়ারম্যানসহ চিহ্নিত ৬ জন ও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করে। জুয়েলের স্ত্রী রীপা আক্তার বলেন, আমার স্বামীকে ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন ও তাঁর লোকজন সাবরেজিষ্ট্রি অফিসে মারধর করে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় তাঁর বাড়িতে। এসময় তাঁরা আমার স্বামীর টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। আমি জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ আমার স্বামীকে উদ্ধার করে। আমি এঘটনায় জড়িতদের শাস্তির দাবি করছি।
ব্যবসায়ী জুয়েল বলেন, মিথ্যা অভিযোগ তুলে খোকন চেয়ারম্যান ও তাঁর লোকজন আমাকে সাবরেজিষ্ট্রি অফিস থেকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে তাঁর বাড়িতে আটক করে রাখে। এসময় তাঁর লোকজন আমার সাথে থাকা জমি বিক্রির টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, ব্যবসায়ী জুয়েলকে উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।