ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২৪

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৪ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা সহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ২৪ জনকে গ্রেফতার করেছে।


এসআই (নিঃ) আনিছুর রহমান কোতোয়ালী থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার রঘুরামপুর দেশবন্ধু হ্যাচারী এর সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের পাশে চৈতলামারী রাস্তার মাথায় হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। আবু রায়হান সাগর(২৫), পিতা-মোঃ আলাউদ্দিন, মফিজুল ইসলাম(২০), পিতা-মৃত মজিবর, উভয় সাং-চরনিলক্ষিয়া সাথিয়াপাড়া , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে ০১টি ষ্টীলের তৈরী সুইচ গিয়ার ফোল্ডিং চাকু, যাহা বাট খোলা অবস্থায় লম্বা অনুমান ০৯ ইঞ্চি, বাট বন্ধ অবস্থায় অনুমান ০৫ ইঞ্চি, ধারালো অংশ অনুমান ০৪ ইঞ্চি উদ্ধার করা হয়।


এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম সাকিনে ব্রীজ মোড় টার্মিনাল MK সুপার বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর দসুত্যার চেষ্টা মামলায় আসামী মোঃ রাব্বী(২৮), পিতা-মৃত সাইদুল ইসলাম ওরফে সাইফুল ,স্থায়ী-১: (সাং- বলাশপুরমুক্তিযোদ্ধা আবাসন) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ০১টি ষ্টীলের তৈরী সুইচ গিয়ার চাকু, যাহা বাট খোলা অবস্থায় লম্বা অনুমান ১০” ইঞ্চি, বাট বন্ধ অবস্থায় অনুমান ৫.৫” ইঞ্চি, যাহা মেরুন কালার কাঠের বাটযুক্ত উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) ফারুক আহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বাঘমারা এলাকা হইতে চুরি মামলা আসামী ১। শামীম (১৯), পিতা-আঃ রশিদ, মাতা-শাহনাজ বেগম, সাং- কালিবাড়ী লোকনাথ মন্দিরের পিছনে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর, এএসআই (নিঃ) মিজানু রহমান, হযরত আলী, ওমর ফারুক, রফিকুল ইসলাম প্রত্যেকে সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকা হতে অন্যান্য মামলার গ্রেফতারকৃত আসামীরা শহিদুল ইসলাম (২১), মারকিবুল হোসেন বাবু (২২), আমান উল্লাহ @ আহাদ (২০), আল আমিন (৩৫) রিপন চন্দ্র বর্মন (৩৫), মোঃ হোসেন (৩৪), নাদিম হোসেন (৩২) সুমন (২৮), কিরন (২৯) লিটন (৩৩), মোফাজ্জল (৩৭), মোঃ ফরহাদ (২৪) হাসেন আলী (৫৫), বাবুল মিয়া (৩৭) আবুল কাশেম (২০), মোঃ হোসাইন (১৯), লাল মিয়া (৫৫)।

ইহাছাড়াও এসআই(নিঃ) মনিরুজ্জামান ও কামরুল হাসান এবং এএসআই(নিঃ) আবুল হাসান প্রত্যেকে থানা এলাকা পৃথক পৃথক অভিযান চালিয়ে ০১ সিআর সাজা, ০১টি সিআর ও ০১টি জিআর সহ সর্ব মোট ০৩টি বডি তামিল করেন। সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় রুবেল মিয়া (), মৃত আব্দুল কাদির, স্থায়ী: গ্রাম- চর কালীবাড়ী (চর কালীবাড়ী(ব্রাক অফিসের পিছনে), ময়মনসিংহ সদর, সিআর গ্রেফতারী পরোয়ানায় আল মামুন রনি (৩৫), মৃত আঃ কাদির মন্ডল, স্থায়ী: গ্রাম- রাঘবপুর, ময়মনসিংহ সদর, জিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ পাবেল (৩৬), পিতা-আজিজুল ইসলাম নাজু, স (চৌরাঙ্গির মোড় আকুয়া বাইপা) ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।