ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে  জুয়াড়িসহ গ্রেফতার ১৮

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা সহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ১৮ জনকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) জোবায়ের খালিদ কোতোয়ালী থানা, ময়মনসিংহ একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ১৭৪ আর. কে. মিশন রোডস্থ শহর সমাজ সেবা কার্যালয়ের সামনে হতে দস্যুতার চেষ্টা করার অপরাধে আসামী ইব্রাহিম হোসেন নওশাদ (২২), সাং- নওমহল (রুটিওয়ালা পাড়া), রাহাত ইসলাম শান্ত (২০), সাং- সি.কে. ঘোষ রোড, মোঃ জাফর উল্লাহ (২২), সাং- ৭৫/বি. সারদা ঘোষ রোড, রিফাত আহমেদ ইমন (২৩), সাং- ৫৯/ডি, আর. কে. মিশন রোড, সর্ব থানা- কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে ০১(এক)টি সিলভার রংয়ের স্টীলের তৈরী একপাশ ধারালো ও সুচালো সুইচ গিয়ার (চাকু), যাহার ফোল্ডিং ব্যতীত দৈর্ঘ্য অনুমান ২৫ (পঁচিশ) সে.মি. এবং ফোল্ডিং অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৪ (চৌদ্দ) সে. মি. যাহার ধারালো অংশে একটি ছিদ্র এবং কাঠ যুক্ত হাতল অংশে চারটি ছিদ্র আছে, ০১(এক)টি সিলভার রংয়ের স্টীলের তৈরী একপাশ ধারালো ও সুচালো সুইচ গিয়ার (চাকু), যাহার ফোল্ডিং ব্যতীত দৈর্ঘ্য অনুমান ২৫ (পঁচিশ) সে.মি. এবং ফোল্ডিং অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৪ (চৌদ্দ) সে. মি. যাহার সামনের অংশে একটি ছিদ্র এবং কাঠ যুক্ত হাতল অংশে চারটি ছিদ্র আছে। ০১(এক)টি সিলভার রংয়ের স্টীলের তৈরী একপাশ ধারালো সুইচ গিয়ার (চাকু), যাহা খোলা অবস্থায় বাটসহ লম্বা অনুমান ২৪ (চব্বিশ) সে.মি. এবং বাট বন্ধ অবস্থায় লম্বা অনুমান ১৩ (তেরো) সে. মি. যাহার গায়ে অস্ত্র তাক করা সৈনিকের খোদাই করা ছবি রয়েছে। যাহার তিনটি ছিদ্রযুক্ত সামনের অংশ ধারালো ও সুচালো উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) সাইদুর রহমান, ০২নং ফাড়ি, কোতোয়ালী থানা এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কৃষ্টপুর নিউ কলোনী সামনে ভৈরব রেলক্রসিং গেইটের সামনে হতে ডাকাতির চেস্টা মামলায় আসামী ১। বাপপা (২৮), পিতা-মৃতঃ শাকির আলী, সাং-পাটগুদাম বিহারী কলোনী, ২। আশিক (২০), পিতা-রফিক মিয়া, সাং-কৃষ্টপুর নিউ কলোনী, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) রিফাত আল আফসানী, ০২নং ফাড়ি, কোতোয়ালী থানা এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার খাগডহর সাকিনস্থ্ জনৈক বাবুলের ফিশারীর পার্শ্বেময়মনসিংহ টু মুক্তাগাছা গামী পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ আবু হানিফ(৫০), পিতা-মোঃ সিদ্দিকুর রহমান, মাতা-মোছাঃ হালিমা খাতুন সাং- খাগডহর (আরজ বেপারীর বাড়ী), থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ৭০ (সত্তর) পিস Tapentadol ট্যাবলেট, যাহার প্রতিটির ওজন ০.২৬ গ্রাম করে (৭০x০.২৬)=১৮.২ গ্রাম উদ্ধার করা হয়।

এএসআই (নিঃ) মাহমুদুল ইসলাম, ৩নং ফাড়ি কোতোয়ালী থানা, সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকা হতে অন্যান্য মামলার শফিকুল ইসলাম (৪২), পিতা-মোঃ খোরশেদ আলী, সাং-আকুয়া সর্দারবাড়ী, কোতোয়ালী, কে গ্রেফতার করেন।

এএসআই (নিঃ) নূরে আলম কোতোয়ালী থানা, সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকা হতে ৬জন জুয়াড়ী আটক করেন এবং তাদের নিকট হতে নগদ ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা যাহার মধ্যে ১০০/- টাকার নোট ০৩টি, ৫০/-টাকার নোট ০৪টি, ২০/- টাকার নোট ০৫টি, ১০ টাকার নোট ১৫টি, জুয়া খেলায় ব্যবহৃত ৪২ (বেয়াল্লিশ) টি তাস এবং ০১টি চটের বস্তা উদ্ধার করা হয়। জুয়াড়ীরা হলেন মোঃ সুমন (৩৫), হামিদুল (৪৪) আমির হোসেন (৩২) বাচ্চু মিয়া (৩২) আনোয়ার হোসেন (৪০) আশরাফ আলী (৬২)সর্ব সাং-হাসিবাসি, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ।

ইহাছাড়াও এএসআই(নিঃ) মিজানুর রহমান থানা এলাকা হতে ০১টি সিআর তামিল করেন। সিআর গ্রেফতারী পরোয়ানায় রফিকুল ইসলাম (), পিতা-চানু মিয়া, স্থায়ী: গ্রাম- চরগোবিন্দপুর (চর গোবিন্দপুর) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার