
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ
দেশের নানা স্থানেও আজ বৃষ্টি হচ্ছে। এমন অবস্থা আরও তিন থেকে চার দিন চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। তাঁরা বলেছেন, আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। রাজধানীতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।
আজ থেকে যে বৃষ্টি বাড়তে পারে, তা গতকালই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে বিজ্ঞপ্তি দেয়। সেখানে বলা হয়, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
মৌসুমি বায়ু তুলনামূলকভাবে দক্ষিণাঞ্চলে এখন বেশি সক্রিয়। এ জন্য এসব অঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে। এ প্রবণতা অব্যাহত থাকতে পারে আরও দুয়েক দিন।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান আজ সকালে বলেন, ঈদের দিন রাজধানীসহ দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি হতে পারে। রাজধানীতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিকেলের দিকে বৃষ্টি কমে যেতে পারে। ওই দিন সিলেট, ময়মনসিংহ, বরিশাল বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূলীয় এলাকায় চলমান বৃষ্টি কিছুটা কমে আসতে পারে ঈদের সময়টায়। রাজশাহী ও রংপুর অঞ্চলেও কিছুটা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে মূলত দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
মো. আজিজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের রামগতিতে সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে উপকূলীয় এলাকার বৃষ্টির এ প্রবণতা দুয়েক দিনের মধ্যে কমে যেতে পারে।