
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে দীর্ঘ ২৮ বছর পর ভালুকা থানার চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান ফকিরকে (৬৫) গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তার শাহজাহান ফকির একই থানার চান্দরাটি গ্রামের প্রয়াত ফালু ফকিরের ছেলে।
বুধবার ভোরে জেলার গফরগাঁও থানাধীন কুর্শাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, হত্যার শিকার কালু ফকির (৫০) ও আসামি পরস্পর আত্মীয়। ১৯৯৫ সালে দুপক্ষের মধ্যে এলাকায় জমিজমার ভাগাভাগিকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়। এর জেরে ওই বছরের ১৮ জুলাই কালু ফকিরকে আসামি মো. শাহজাহান ফকিরসহ কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় কালু ফকিরের স্ত্রী রোকেয়া খাতুন বাদী হয়ে শাহজাহান ফকিরসহ ৮ জনের বিরুদ্ধে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামি মো. শাহজাহান ফকির আত্মগোপনে চলে যান। অপরদিকে এ মামলায় চলতি বছেরের ১৩ জুন আসামি শাহজাহান ফকির, মো. আনিস, মো. আলমকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া বাকি আসামিদের খালাস দেন।আদালতের এ রায়ের পর অভিযান চালিয়ে পলাতক শাহজাহান ফকিরকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।##