
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে ভোটচুরি এবং উন্নয়নের নামে লুটপাট ,দুর্নীতি করছে।প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন,তাদের প্রহসনের নির্বাচন ও লুটপাটের তথাকথিত উন্নয়নের যাতাকলে জনগণের আর্তনাদ শোনা যায় ।জনগণ তাদেরকে করুনাও করে না,ধিক্কার দেয়।
তিনি আজ দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন । এমরান সালেহ প্রিন্স বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানান ।
এছাড়াও ধোবাউড়া বাজারের বিভিন্ন স্থানে তিনি জনসাধারণের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সরকারের উন্নয়নে এক কেজি কাঁচামরিচের দামে মিলছে এক কেজি গরু মাংশ, একথা উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, কোনো কোনো জায়গায় কাঁচা মরিচ এক হাজার টাকা কেজি হয়েছে।
মানুষ বাজারে গেলে কাঁচা মরিচসহ দ্রব্যমূল্যের আগুনে চোখের পানি ধরে রাখতে পারে না । ঘরে ঘরে আজ বোবা কান্না, আর্তনাদ ।মানুষ দিশেহারা । উন্নয়নের কথা বলে সরকারের ব্যার্থতা,দুর্নীতি ,লুটপাট,ভোটচুরিসহ গণতন্ত্র ও গণ বিরোধী কার্যকলাপ আড়াল করতে পারবে না। জনগণের নির্বাচিত সরকার হলে এসব বিভ্রান্তিকর কথা না বলে সমস্যা সমাধানে আন্তরিক হতো।তারা জনগণ কর্তৃক নির্বাচিত নয়,সে জন্য নিজেদের ব্যর্থতা আড়াল করতে তারা এসব কথা বলছে।
মতবিনিময় সভায় তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধ্বগতি এবং চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ঈদ উদযাপন করা জনগণের কাছে কষ্টকর হয়েছে। অনেক সমর্থবান মানুষ কোরবানি দিতে পারেন নাই অর্থনৈতিক দুরবস্থার জন্য। অধিকাংশ হতদরিদ্র অসহায় মানুষ বিভিন্ন বাসা বাড়ী থেকে কোরবানীর যৎসামান্য মাংশ জোগাড় করলেও অর্থাভাবে মশলা,তেল কিনতে পারেন নাই। এই দুঃসহ পরিস্থিতিতে ক্ষমতাসীন মন্ত্রী -নেতাদের জন্য ঈদ স্বস্তিদায়ক হলেও জনগণের জন্য ঈদ ছিল অস্বস্তিকর,নিরানন্দ।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির তীব্র সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকারের ব্যার্থতা,সিন্ডিকেট,দুর্নীতির কারণে বাজারে আগুন। সেই আগুন না নিভিয়ে সরকার প্রধান ঠাট্টা, মশকরা করতে গিয়ে আগুনে ঘি ঢেলে দিচ্ছেন। কাঁচা মরিচ শুকিয়ে রাখে খাওয়ার কথা বলার পর কাঁচা মরিচের দাম এক হাজার টাকা কেজি হয়েছে।জনগণ কাঁচা মরিচ শুকিয়ে নয়, তাজা খেতে চায়। মাংশের পরিবর্তে কাঠাল নয়,মাংশই খেতে চায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ না করে জনগণের সাথে মশকরা করে সরকারের কর্তাব্যক্তিরা দায় এড়াতে পারবেন না। দ্রব্যমূল্য বৃদ্ধির সকল দায় সরকারের,সরকার সিন্ডিকেট ধ্বংস ও চাঁদাবাজি বন্ধ করতে পারছে না,বরং পৃষ্ঠপোষকতা করছে এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই সিন্ডিকেটের হোতা
বলে তিনি উল্লেখ করেন। তিনি জনদুর্ভোগ সৃস্টিকারী গণতন্ত্র বিরোধী সরকারের পতন আন্দোলনে সকলকে শরীক হবারও আহ্বান জানান।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে ধোবাউড়া বাসস্ট্যান্ডে বিএনপি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল,সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন,,আবদুল কুদ্দুস , সাবেক চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমন, সাবেক চেয়ারম্যান ওয়াহেদ তালুকদার, বিএনপি নেতা আজহারুল হক,হাবিবুর রহমান, সোলায়মান সরকার, আবুল হাশিম,মাহবুল আলম বাবুল,মাহমুদুল হাসান সোহাগ,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন,ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন ।
উপজেলার সাতটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।