বগুড়ার টিএমএসএস আয়োজনে দুস্থ মানুষের মধ্যে কুরবানীর গোস্ত বিতরণ

image

You must need to login..!

Description

এম এ খালেক খান :

উত্তর জনপদের কৃতি সন্তান অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের ঈদ-উল আয্হা উপলক্ষে টিএমএসএসের উদ্যোগে বগুড়ার ফাউন্ডেশন অফিস,ঢাকার প্রধান কার্যালয় ও দেশের বিভিন্ন স্থানে গরু ও ছাগল কুরবানীর গোস্ত দুস্থ নারী-পুরুষের মধ্যে বিতরণ করা হয়।টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম ঈদের তৃতীয় দিন ফাউন্ডেশন অফিসের উদ্যোগে টিএমএসএস বিনোদন জগতের তৌফিক হাসান ময়লা মঞ্চে গোস্ত বিতরণ পরিদর্শন করেন।তিনি বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।তিনি আরো বলেন,এলাকার অবহেলিত ও দুস্থ মহিলাদের দ্বারা সৃষ্ট টিএমএসএস প্রতি বছর এ ধারা অব্যাহত রেখে সংস্থার আজীবন সদস্যদের উদ্দেশ্যে আল্লাহর নামে এসব কুরবানী দিয়ে থাকে।তিনি বলেন টিএমএসএসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে দরিদ্র,অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কুরবানীর গোস্ত বিতরণ করা হয়েছে।তিনি আরো বলেন,মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের মধ্যে ছাগলের মাংস বিতরণ করা হয়।ঢাকার প্রধান কার্যালয়ে পবিত্র ঈদ-উল আয্হার দিন টিএমএসএস এর উদ্যোগে মাসুদা ম্যাটারনিটি হাসপাতালের প্রস্তাবিত স্থানে অসহায় ও দুস্থদের মধ্যে কুরবানির গোস্ত বিতরণ অনুষ্ঠিত হয়।কুরবানির গোস্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গোস্ত বিতরণ করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ঢাকার মিরপুর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ হুমায়ুন রশিদ জনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা ও টিএমএসএসের উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রমুখ।এ বছর টিএমএসএস বগুড়া অফিস কার্যালয়,ঢাকার অফিস কার্যালয় ও বিভিন্ন জেলার আট হাজার অসহায়,সুবিধা বঞ্চিত ও দুস্থ মানুষের গোস্ত বিতরণ করে।গোস্ত বিতরণ অনুষ্ঠানে টিএমএসএসের উপদেষ্টা,পরামর্শক, হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম, উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান,অন্য পরিচালকগন, ব্যবস্থাপনা পরিচালকসহ নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা,স্থানীয় সুধীজন ও মুরব্বীগণ সুবিধাভেগী সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।