বসতঘর থেকে মা ও শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বসতঘর থেকে মা ও সাড়ে তিন বছরের শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ভালুকায় উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা জাহিদ হোসেনের স্ত্রী সিনথিয়া আক্তার (২৪) তার সাড়ে তিন বছরের শিশুকন্যাকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার সকালে দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করেন। এ সময় মা-মেয়ের সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন বাড়ির লোকজন।

পরে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ফ্যানের সঙ্গে বাঁধা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সোমবার রাতে সিনথিয়ার স্বামী জাহিদ বাসায় ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে মা-মেয়ের আত্মহত্যা করেছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।