স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত রাতে কোতোয়ালী মডেল থানার কেওয়াটখালী ওয়াবদার মোড় ঈদগাহ মাঠ এর সামনে হতে ২জন মাদক ব্যবসায়ী ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মনবাড়ীয়া’ জেলার আখাউড়া থানার মোঃ ফিরোজ মিয়ার ছেলে মাহবুবুর রহমান (৩৪) ও ব্রাহ্মনবাড়ীয়া’ সদর থানার উজানীসার গ্রামের খোরশেদ আলমের ছেলে জহিরুল ইসলাম(৪৫)। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সার্বিক দিকনির্দেশনা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।