দুর্গাপুরে কংস নদ নৌকা ডুবে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার

দুর্গাপুরে কংস নদ নৌকা ডুবে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   নেত্রকোণার দুর্গাপুরে কংস নদ পারাপারের সময় নৌকা ডুবে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিনজনের মরদেহ উদ্ধার হলো।

শুক্রবার সকালে ঘটনাস্থলের পাশ থেকে একজন ও বারহাট্রার ফকির বাজার এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয় বলে দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব উল আহসান জানান।

নিহতরা হলেন- দুর্গাপুরের দেওটুকুন গ্রামের আবু সিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৫) ও পূর্বধলার সাফের উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২৫)।

ইউএনও রাজীব বলেন, সকাল ১১টার দিকে নদীতে সোহেল মিয়ার মরদেহ ও ফকির বাজারে নদীতে স্বপন মিয়ার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।খবর পেয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করলে তাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ইউএনও।