You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা সহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ২৩ জনকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) নিরুপম নাগ,এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে থানার চুরখাই এমএসএম ফিলিং ষ্টেশনের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী মোঃ বাদশা (২৩), পিতা-মোঃ এমদাদুল ওরফে ভুখা, সাং-চন্দ্রকোনা মায়ানগর, থানা-দূর্গাপুর, মোঃ উজ্জল মিয়া (২৪), পিতামৃত-মোস্তফা, সাং-উত্তর গোড়াগাও, থানা- কমলাকান্দা, উভয় জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে ২৪ বোতন বিদেশী মদ উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে থানার চরকালিবাড়ী সাকিনস্থ পাওয়ার হাউজের সামনে তিন রাস্তার মোড়ে সরকারী পাকা রাস্তার উপর হতে মা্দক ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া (৩৮), পিতামৃত- বাবুল মিয়া, সাং-কালিবাড়ী পুরাতন গুদারাঘাট, এসকে হাসপাতালের পিছনে, থানা কোতোয়ালী, এপি/সাং-বনপাড়া, তারাকান্দা থানার পিছনে, থানা-তারাকান্দা, ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান, এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে থানার জুবলীঘাট বুড়াপীরের মাজারস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রের অনুমান ১০০ গজ সামনে ব্রহ্মপুত্র নদের বেড়ীবাধ হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী শিমুল আহমেদ শিমুল (২৬), পিতা-সিরাজ মিয়া, সাং-শ্যামগঞ্জ পশ্চিম ময়লাকান্দা লিচু বাগান, থানা-গৌরীপুর, এপি/সাং-কৃষ্টপুর দিলরওশন মসজিদের সামনে, বাসা নং-০২, সাহেদ আলী (২৫), পিতা-হারুনুর রশিদ, সাং-বাঘমারা মহিলা মাদ্রাসার সাথে, দিপু মিয়া (২৮), পিতা-আবু সাঈদ, সাং-সাহেব কাচারী বিজয় নগদ, এপি/সাং- বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন, সোহাগ (২৫), পিতা-আবুল কাশেম, সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট ইতে ০৪টি চাকু উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান, এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে থানার ০৫নং ওয়ার্ড সানিকপাড়া প্রাইমারী স্কুলের সামনে গলি এসএম আশরাফ সাহেবের বাসার সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ১।মোঃ শরিফুল ইসলাম (৩০), পিতা-আবুল হোসেন, সাং-সানকিপাড়া বেলতলী, এসএ সরকার রোড, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) শারমিন জাহান শাম্মী, এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে থানার চুরখাই এলাকা হইতে মারামারি মলার আসামী ইউসুফ রানা (৩২), পিতামৃত-ইব্রাহিম, সাং-চুরখাই, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মনিরুজ্জামান,এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে থানার কেওয়াটখালী রেলব্রীজের নিচে সরকারী সামনে হতে অন্যান্য মামলার আসামী কোতোয়ালীর সুতিয়াখালী গুচ্ছগ্রামের মোঃ সুমন মিয়া (৩২),কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মাসুদ জামালীএর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে থানার সুতিয়াখালী এলাকা হতে হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। মাজহারুল ইসলাম
স্বাধীন (২৩), পিতা-মুনসুর আলী, মাতা-মাজেদা খাতুন, সাং-সুতিয়াখালী, মহন মুন্সী বাড়ী, ২। মোঃ স্বাধীন (২২), পিতা-শরাফত আলী, সাং-আকুয়া ভাঙ্গাপুল, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান, এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে থানার কেওয়াটখালী বাইপাস মোড়ে হতে অন্যান্য মামলার আসামী সাজন (২৮), পিতা-মুসা মিয়া, সাং-পাটগুদাম আটানী পুকুর পাড়, ২। রিয়াজ (২৪) পিতা-দুলাল, সাং- কেওয়াটখালীপাওয়ার হাউজ রোড, উভয় থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) মিজানুর রহমান,এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে থানারশম্ভুগঞ্জ মোড়ে সরকারী সামনে হতে অন্যান্য মামলার আসামী মোঃ শাহিন মিয়া (২৪), পিতা-মোঃ মাঈন উদ্দিন, সাং-রঘুরামপুর, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) সোহরাব হোসেনএর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে থানার সিরতা নয়াপাড়া সাকিনস্থ জনৈক রজব আলী, পিতা- মৃত সুরুজ আলী বাড়ি হতে অন্যান্য মামলার আসামী সিরতা নয়াপাড়ার ইসমাইল (৩৮), পিতা-মোঃ আলী, শফিকুল (৪০), পিতা- মৃত মমতাজ আলী, হারুন অর রশিদ (৪০), পিতা-আক্তার আলী, সাইফুল ইসলাম (৪৭), পিতা- মৃত বশর উদ্দিন, হিরন পলাশিয়ার হাবিব (৫৪), পিতা- আসমত আলী, ৬। আসাদুল ইসলাম (৩৭)কে গ্রেফতার করা হয়।
ইছাড়াও এএসআই (নিঃ) ছামিউল হক, আয়েছ মিয়া প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর ও ০১টি সিআর বডি সহ মোট ০২ বড়ি তামিল করে। জিআর গ্রেফতারী পরোয়ানা ময়মনসিংহ সদরের ,আসলাম, পিতা-আবুল মিয়া, স্থায়ী : গ্রাম- পাটগুদাম (অংশ) (পাটগুদাম আটানী পুকুরপাড় বাংলাদেশ সিআর গ্রেফতারী পরোয়ানা মোঃ নবী হোসেন (৩২), মোঃ সুরুজ আলী, স্থায়ী: গ্রাম- চর ঘাগড়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।