গঠনতন্ত্র মোতাবেক বাসমাশিস জেলা শাখার কমিটি গঠনের পরামর্শ দিলেন- মেয়র টিটু

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদন্ড। তাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে চলতে হবে। সমাজের মানুষ ও শিক্ষাথীরা শিক্ষকদের আদর্শ লালন-পালন করে। বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) গুরুত্বপুর্ণ একটি সংগঠন। সংগঠনটি গঠনতন্ত্র মোতাবেক ময়মনসিংহ জেলা কমিটি গঠন করা হবে এটাই প্রত্যাশা করি। আগামী একমাসের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক একটি কমিটি গঠনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। গতকাল মঙ্গলবার বিকালে ময়মনসিংহ ল্যাবরেটরী সরকারী উচ্চ বিদ্যালয়ে বাসমাশিস ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সম্মেলনের আহবায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম শিকদারের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল, ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা প্রমুখ। মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম বলেন আমরা শিক্ষকদের দ্বিধা বিভক্তি দেখতে চায় না। সুষ্টু গণতান্ত্রিক পদ্ধতি একটি কমিটি গঠনের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, গণতন্ত্রের বিকল্প নেই। শিক্ষকরা সংগঠন নিয়ে দ্বিধা বিভক্তি সমাজ এটা মেনে নিবে না। তাদের কাছ থেকে মানুষ শিখবে। আশাকরি মেয়রের নেতৃত্বে ১৫দিনের মধ্যে একটি কমিটি গঠনের মাধ্যমে সুন্দর পরিবেশ ফিরে আসবে।
উল্লেখ্য গত ১৪ জানুয়ারি একটি জেলা কমিটি গঠন করা হয়। এতে একাংশের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা পুনরায় নতুন করে কমিটি গঠনের দাবীতে সম্মেলনের আয়োজন করে। উপস্থিত অতিথিবৃন্দ আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষের সম্মতিতে গঠনতন্ত মোতাবেক একটি সুন্দর কমিটি গঠনের পরামর্শ দেন। বাসমাশিস ময়মনসিংহ অঞ্চলের সাধারণ সম্পাদক মাসরুরুল হক তানভীর বলেন, বাসমাশিস মহান মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ শিক্ষকদের প্রাণপ্রিয় প্লাটফরম। এখানে অগণতান্ত্রিক ও গঠনতান্ত্রিক পন্থায় কমিটি গঠনের সুযোগ নেই। আমি আশাকরি উপস্থিত নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় গঠনতন্ত্র মেনে জেলা কমিটি গঠন করব।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার