নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা
July 17, 2023
73
No Comments
You must need to login..!
বিএমটিভি নিউজ ডেস্কঃ
ঢাকা-১৭ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। দুপুর আড়াইটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলে পরিদর্শনে আসেন হিরো আলম। সেখানে তার ওপর হামলা করে আওয়ামী লীগের কর্মীরা।
তারা তাকে ভুয়া ভুয়া বলতে থাকে এবং গালি দিয়ে বলা হয় তুই নির্বাচন করবি কেন। একপর্যায়ে কেন্দ্র থেকে বের করে তাকে রাস্তায় এনে বেধড়ক পেটান আওয়ামী লীগ কর্মীরা। সাথে থাকা হিরো আলমের সমর্থকদেরও মারধর করা হয়। মারতে মারতে তাকে বনানী বি-ব্লক এর ২৩ নম্বর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি হাসপাতালে যান হিরো আলম।