দ্বিতীয় স্ত্রীর করা মামলায় সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর জামিন নামঞ্জুর

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

দ্বিতীয় স্ত্রীর করা মামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এসময় তার সহযোগী রেজাউল করিমের জামিনও নামঞ্জুর করা হয়।

বুধবার (১৯ জুলাই) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহম্মেদ এই আদেশ দেন।বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১১ মে শারীরিক নির্যাতন ও হুমকির অভিযোগে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু, তার সহযোগী রেজাউল করিম ও বাবুর ভাই এস এম কবিরকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন বাবুর দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন। সম্প্রতি সেই মামলায় বাবু ও তার সহযোগী রেজাউলকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুপুরে আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, ২০১০ সালে সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন বাবু। পরে ২০১৮ সালে সেই বিয়ে রেজিস্ট্রি করলেও তার কিছুদিন পর স্ত্রীকে তালাক দেন। ২০১৯ সালে আবারও রেজিস্ট্রি কাবিনমূলে দ্বিতীয় দফায় তাকে বিয়ে করেন বাবু। ছয় মাস পরে তাদের একটি কন্যাসন্তান হয়। তবে ইউপি চেয়ারম্যান বাবু বিয়ে ও সন্তানকে অস্বীকার করে আসছেন। গত ৯ মে বিকেলে সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদার দাবি করে বাবুর গ্রামের বাড়ি গেলে তাকে মারধর করে তাড়িয়ে দেন তিনি। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী নারী।