স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেল ৪ টায় কৃষ্ণচুড়া চত্বর থেকে শুরু হয়ে টাউনহলে শেষ হয়।
শোভাযাত্রার শুরুতে কৃষ্ণচুড়া চত্বরে আয়োজিত এক সমাবেশে ময়মনসিংহ মহানগরের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। দেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারনে।
তিনি আরও বলেন, বিএনপি-জামাত সন্ত্রাসের রাজনীতি করে। তারা দেশকে পিছিয়ে নিতে চাই। আগামীর নির্বাচনকে মাথায় রেখে জনগণের কাছে আওয়ামী লীগের উন্নয়নচিত্র বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন এনে দিয়েছেন তাতে মানুষ আগামীর নির্বাচনে আওয়ামী লীগকেই নির্বাচিত করবে।
সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর রহমান শান্ত, সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক সহ-সভাপতি আল হোসাইন তাজ, সাবেক সহ-সভাপতি শাহজাহান পারভেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাবেক আইন সম্পাদক মোঃ তাজুল ইসলাম খোকন, মসিক প্যানেল মেয়র -০৩ শামীমা আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রাশিদা তাহমিনা প্রীতি, কাউন্সিলর সেলিনা আক্তার, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ারা খাতুন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।###