ময়মনসিংহে দফাদার হত্যার দায়ে ৩ভাইসহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

image

You must need to login..!

Description

মতিউল আলম, ময়মনসিংহঃ 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দফাদার রজব আলীকে হত্যার দায়ে ৩ ভাইসহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায় আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে ময়মনসিংহ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্তরা হলেন- আ. কুদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া, আবু বকর, আতিউল্লাহ, মতিউর রহমান মতি ও ফকর উদ্দিন। এদের মধ্যে তারা মিয়াকে অতিরিক্ত পাঁচ বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট সঞ্জীব কুমার সরকার বলেন, ২০০৬ সালের ১২ অক্টোবর গৌরীপুর উপজেলার বাহেরতলা এলাকায় খুন হন স্থানীয় চৌকিদার রজব আলী। এ ঘটনার একদিন পর ১৩ সেপ্টেম্বর নিহতের ছেলে হারুন অর রশিদ বাদী হয়ে গৌরীপুর থানায় হত‍্যা মামলা করেন। এরপর আসামিদের মধ‍্যে একজন মারা যান। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাত জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায়ের সময় তারা মিয়া পলাতক ছিলেন এবং অপর ছয় আসামী উপস্থিতি ছিলেন।