বিএমটিভি নিউজ ডেস্কঃ
আগের ধারণাই সত্যি হলো। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বুধবার জানিয়ে দিয়েছে, আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সম্মেলনের আয়োজক দক্ষিণ আফ্রিকা বলছে, পারস্পরিক মতৈক্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং পুতিনের বদলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্মেলনে অংশগ্রহণ করবেন। আর মস্কো বলছে, পুতিন অনলাইনে বৈঠকে যোগ দেবেন।এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করে বলা হয়েছেঃ ইউক্রেনে রাশিয়ার হামলার সাথে সংশ্লিষ্টতার কারণে মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাই, আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাক্ষরকারী দেশ হিসেবে ব্রিক্স সম্মেলনে পুতিন উপস্থিত হলে দক্ষিণ আফ্রিকাকে তাকে গ্রেফতার করতে হবে।
প্রতিবেদনে বলা হয়ঃ দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম খবর দিয়েছে যে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা পুতিনকে গ্রেফতার থেকে ছাড় দেয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতকে অনুরোধ করেছেন।