নান্দাইলে নরসুন্দা নদীতে পানিতে ডু্বে দুই কিশোরের মৃত্যু

নান্দাইলে নরসুন্দা নদীতে পানিতে ডু্বে দুই কিশোরের মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহের নান্দাইলে নরসুন্দা নদীতে কলা গাছের ভেলায় খেলা করার সময় পানিতে ডু্বে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে নদীর উপজেলার আচাগঁও ইউনিয়নের গারুয়া গ্রাম অংশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলো- ওই এলাকার হরমুজ আলীর ছেলে সোহাগ মিয়া (১৪) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (১৩)।নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, বিকেল ৩টার দিকে সোহাগ মিয়া ও কামরুল ইসলাম কয়েক কিশোরকে নিয়ে নদীতে গোসল করতে যায়। নদীতে তারা কলা গাছের ভেলা ভাসিয়ে খেলাধুলা করছিল।

একপর্যায়ে স্রোতে ছয়জন ভেসে যাওয়ার সময় নদীর পেতে রাখা জালে তারা আটকে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।