
You must need to login..!
Description
এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গতকাল ২২ জুলাই শনিবার শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিয়ে বন্ধ বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন ফুলবাড়ীয়া এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রতিযোগিতার বিষয় ”আইন নয় জনসচেতনতাই পারে বাল্য বিবাহ বন্ধ করতে” এর
পক্ষে-বিপক্ষে। পক্ষে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন ধামর উচ্চ বিদ্যালয়, বিপক্ষে বদর উদ্দিন উচ্চ বিদ্যালয়। ধামর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফুল ইসলাম। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, খলিলুর রহমান বিএসসি,ধামর উচ্চ বিদ্যালয়, আমান উল্ল্যাহ ভিডিসি সভাপতি, আব্দুল লতিফ, আবেদ আলী, রাজ্জাকুল হায়দার লিটন অব. শিক্ষক, রিমা রেবেকা মুর্মু জুনিয়র প্রোগ্রাম অফিসার কুশমাইল পিএফএ, দরাজ আলি মার্কেট ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, ফুলবাড়িয়া এপি, ধামর শিশু ফোরাম ও নিউগী কুশমাইল শিশু ফোরাম প্রমূখ।
”আইন নয় জনসচেতনতাই পারে বাল্য বিবাহ বন্ধ করতে” মুখ্য এ বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল হিসেবে অংশগ্রহণ করেন ধামর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার, সোনিয়া আক্তার, মারুফা আক্তার, সৌরভ হাসান। বিপক্ষে বদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানহা আক্তার, অনন্যা, সাগর আহমেদ, ইমু আক্তার। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন এনায়েতুর রহমান,মাসুদ রানা প্রতিযোগিতায় ধামর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা চ্যাম্পিয়ান ও বদর উদ্দিন উচ্চ বিদ্যালয় বিতর্কিকরা রানারআপ হয়। ধামর উচ্চ বিদ্যালয়ের পক্ষ দলের দলনেতা সাদিয়া শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন। শেষে বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা