অপহরণের একদিন পর কলেজ শিক্ষার্থী উদ্ধারঃ ২ অপহরণকারী আটক

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

অপহরণের একদিন পর নবী হোসেন ওরফে সিয়াম (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ। অপহৃত নবী হোসেন সিয়াম উপজেলার খারুয়া বড়াইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ও গফরগাঁও সরকারি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

অপহৃত কলেজ শিক্ষার্থীর মামা মোহাম্মদ বিল্লাল জানান, ঘটনায় দিন শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাগ্নে নবী হোসেন বাড়ি সংলগ্ন বাজার থেকে গফরগাঁও সদরে কোচিং করার জন্য অটোরিকশা উঠার পর সে অপহরণ হয়। রাতে অপহরণকারীরা মোবাইল ফোনে সর্বশেষ ৫০ হাজার টাকা দাবি করে অন্যথা তাকে মেরে ফেলার হুমকি দেয়।
এদিকে এই ঘটনা থানা পুলিশকে জানালে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ সারারাত খোঁজাখুঁজি করে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে পার্শ্ববর্তী ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় সেনবাড়ী এলাকায় অভিযান চালিয়ে কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকা অভিযোগে ২ জনকে আটক করা হয়। আটককৃত হলেন- ত্রিশাল উপজেলার পাটুলী দক্ষিণপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে তুহিন মিয়া (২৬) ও মান্দাটিয়া মোড়ল বাড়ী গ্রামের আঃ লতিফের ছেলে আকাবর হোসেন (২৪)। অপরদিকে গফরগাঁও উপজেলার ধোপাঘাট মধ্যপাড়া গ্রামের মোঃ সোহরাব উদ্দিনের ছেলে মোঃ সজিব (২৫) নামে এক চোরকে গ্রেফতার করে পুলিশ।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণের সাথে জড়িত থাকা অভিযোগে আটককৃত দুইজনসহ মোট তিনজনকে গতকাল সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।