
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ র্যাব-১৪ একটি দল অভিযান চালিয়ে ’নেত্রকোণার পূর্বধলায় নুর মোহাম্মদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মজিবর রহমানকে গ্রেপ্তার করেছে। টাঙ্গাইলের ধনপুর থানা এলাকা থেকে রোববার রাত আড়াইটার দিকে মজিবরকে গ্রেপ্তার করা হয় ।ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে সোমবার দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ময়মনসিংহ র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ শুনানি শেষে ২০০৩ সালে মুজিবরকে মৃত্যুদণ্ড দেন বিচারক। গোপন সংবাদের ভিত্তিতে তার পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে রোববার তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৭০ বছর বয়সী মজিবর রহমান নেত্রকোণার পূর্বধলা থানার ইরিভিটা গ্রামের বাসিন্দা। নিহত ৩০ বছর বয়সী নুর মোহাম্মদের বাড়ি একই থানার দশাশী গ্রামে।
ময়মনসিংহ র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘১৯৯৮ সালে নুর মোহাম্মদের বাড়িতে মাসোয়ারা চুক্তিতে কাজ করতেন মজিবর রহমান। তখন নুর মোহাম্মদ একটি জীবনবিমা কোম্পানিতে চাকরি করতেন, যার কারণে তার কাছে প্রায় সময় নগদ টাকা থাকত।
‘এ টাকার লোভে ওই বছরের মার্চ মাসে মজিবর পূর্বপরিকল্পিতভাবে নুর মোহাম্মদকে হত্যা করে নিকটস্থ বারহাট্টা থানার দেউলি গ্রামে মরদেহটি মাটির নিচে পুঁতে রাখেন।’
এ ঘটনায় নিহতের ছোট ভাই নুর ইসলাম পূর্বধলা থানায় একটি হত্যা মামলা করেন।
ঘটনার চার মাস পর মজিবরকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুঁতে রাখা মরদেহের কঙ্কাল উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে জামিন পেয়ে পালিয়ে যান মজিবর।
আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ শুনানি শেষে ২০০৩ সালে মুজিবরকে মৃত্যুদণ্ড দেন বিচারক। গোপন সংবাদের ভিত্তিতে তার পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে রোববার তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’