গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রবীণ সাংবাদিক আজিম উদ্দিন নিহত

গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রবীণ সাংবাদিক আজিম উদ্দিন নিহত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রবীণ সাংবাদিক আজিম উদ্দিন (৮২) নিহত হয়েছেন।মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টার উপজেলার সালটিয়া ইউনিয়নের মীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাংবাদিক আজিম উদ্দিন গফরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ষোলহাসিয়া শিবগঞ্জ রোডের বাসিন্দা ছিলেন। তিনি তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) গফরগাঁও উপজেলার সভাপতি, গফরগাঁও প্রেস ক্লাবের আজীবন সদস্য ও দৈনিক খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি ছিলেন।

গফরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টুসহ স্থানীয় সাংবাদিকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।