আগামী ২৮ জুলাই ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী ৩টি সাংস্কৃতিক সংগঠন ও ১৭ গুণীজনকে সম্মাননা দিবে

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী আগামী ২৮ জুলাই শুক্রবার বিকালে ৩টি সাংস্কৃতিক সংগঠন ও ১৭ জন সাংস্কৃতিক ব্যক্তিকে স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য গুণীজন সম্মাননা প্রদান করবে। ২০২০ সালে ৫ জন গুণীজন, এবং ২০২১, ২০২২ ও ২০২৩ সালে ৪জন করে ১২ গুণীজন ও ১টি করে সংগঠনকে এই সম্মাননা দেয়া হবে।
জেলা কালচারাল অফিসার আরজু পারভেজ জানান, ২০২০ সালে কন্ঠসংগীত বাউল আবদুল গফুর, নাট্যকলায় মোঃ মোজাম্মেল হোসেন মঞ্জু, যন্ত্রসঙ্গীতে নিরঞ্জন ভৌমিক, চারুকলায় বাদল চক্রবর্তী ও ফটোগ্রাফীতে কিশোরময় ত্রিপুরা।
২০২১ সালে কন্ঠসংগীত চয়ন সেন, নাট্যকলায় মোঃ কামরুল ইসলাম বাচ্চু, যাত্রায় হাবিব সারোয়ার, আবৃত্তিতে জয়দেব সাহা ও আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ময়মনসিংহ সাহিত্য সংসদ।


২০২২ সালে কন্ঠসংগীত মোঃ মোফাজ্জল হোসেন বালা, নাট্যকলায় মোঃ বুলবুল আহমেদ, যাত্রায় মোঃ হাবিবুর রহমান, লোকসংস্কৃতি মোহাম্মদ রেজাউল করিম ও আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ময়মনসিংহ লোককৃষ্টি সংস্থা।
২০২৩ সালে কন্ঠসংগীতে বিজন কুমার তোপদার, নাট্যকলায় শাহ মোহাম্মদ আলী আজহার, নৃত্যকলায় তাপস কুমার চক্রবর্ত্তী, যন্ত্রসঙ্গীতে নির্মল রবিদাস, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে অনসাম্বল থিয়েটার, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান সভfপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  কে এম খালিদ এমপি।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার