স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মোঃ ফারুক হোসেনকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
জানা গেছে, সোমবার (২৪ জুলাই ২০২৩) তারিখ রাতে কোতোয়ালী মডেল থানার কম্পাউন্ডে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার)।
এ সময় বিদায়ী অফিসার ফারুক হোসেনকে সংবর্ধনা সহ ফুলেল শুভেচছা ছাড়াও ক্রেস্ট হাতে তুলে দেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোতোয়ালী মডেল থানার নবনিযুক্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওয়াজেদ আলী, ইন্সপেক্টর রুবেল, এসআই আনোয়ার সহ আরো অনেকেই।
বিদায় কালে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) ফারুক হোসেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দকে জড়িয়ে ধরে কাঁদলেন।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, এসআই, এএসআই সহ পুলিশ ফোর্স সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।