ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১০

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মোট ১০ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ পরিদর্শক (নিঃ) রাসুল সামদানী আজাদ, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও ভালুকা থানা এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী আলী আজগর(৩৫), পিতামৃতঃ হাসান আলী, সাং-দর্শা, থানা-ধোবাউড়া, আবুল কাশেম খান (৪৮), পিতামৃতঃ আব্দুছ সোবহান, বান্ধিয়া (পশ্চিমপাড়া), থানা-ভালুকা, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) তাইজুল ইসলাম, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ এর সিএনজি ষ্ট্যান এর সামনে পাকা রাস্তার উপর হতে ডাকাতির চেস্টা মামলায় আসামী বরকত আলী (২৫), পিতা-মোঃ শওকত আলী, সাং-পাটগুদাম বিহারী ক্যাম্প, ২। বাবু (২৮), পিতা-রইচ উদ্দিন, সাং-কৃষ্টপুর বউ বাজার, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয় এবং ৩। মোঃ ছালাম বেপারী (৩০), পিতামৃতঃ মোতালেব বেপারী, সাং-জাহাপুর, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল, এপি সাং-হাজী কাশেম আলী কলেজের পিছনে বস্তি, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদের গ্রেফতার করেন্ এবং আসামীদের নিকট হতে ০১(এক)টি সাদা বাটযুক্ত ছুড়ি যাহার বাট সহ লম্বা ১৩ (তের) ইঞ্চি, ০১(এক)টি স্টীল চাকু যাহার বাট সহ লম্বা ০৮(আট) ইঞ্চি এবং ০১(এক)টি স্টীল চাকু যাহার বাট সহ লম্বা ০৭(সাত) ইঞ্চি উদ্ধার করা হয়।
এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা, মিজানুর রহমান, সোহরাব হোসেন এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার এলাকা হতে অন্যান্য মামলায় নিম্নবর্নিত আসামীদের গ্রেফতার করেন।
আসামীদের নাম ঠিকানা নিম্নরূপ এএসআই সুজন চন্দ্র সাহা কর্তৃক ময়মনসিংহ কোতোয়ালী,থানার ভাটি কাশর, (আব্বাস কমিশনারের বাসা) রফিকুল ইসলাম(২৯), ভাটি কাশর বড়বাড়ী ল্যাংড়ার মোড় শ্যামল ভৌমিক(৩৫), এএসআই সোহরাব হোসেন কর্তৃক খাগডহর ঘুন্টির মোঃ তানভীর (২৬), পিতামৃতঃ বেলাল উদ্দিন, ও মোঃ সামির আহমেদ (২৬), পিতামৃতঃ নুরুল ইসলাম, এএসআই মিজানুর রহমান কর্তৃক কেওয়াটখালী মধ্যপাড়ার রফিকুল ইসলাম রফিক (৩৫), পিতামৃতঃ জয়নাল আবেদীন,

ইছাড়াও এএসআই (নিঃ) শামীমুল হাসান ও ফরহাদ প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ০২টি সিআর সাজা এবং এসআই(নিঃ) অসীম কুমার দাস ০১ জিআর সহ সর্ব মোট ০৩টি বডি তামিল করা হয়।
সিআর সাজা গ্রেফতারী পরোয়নায় মোজাম্মেল হক মাসুদ, মৃত: মোতালেব সর্দার, স্থায়ী: গ্রাম- ব্রাহ্মপল্লী, মুহাম্মদ আনোয়ারুল আমিন, পিতা-এম. রুহুল আমিন, স্থায়ী:সাং-অজ্ঞাত (মাতাঃ কুলসুম, প্রশিক্ষক মোমেনশাহী এগ্রিকালচার এডুকেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট শম্ভুগঞ্জ)
জিআর গ্রেফতারী পরোয়নায় রাজন মিয়া, গ্রাম-পাটগুদাম রোড (পাটগুদাম (হাজী কাশেম আলী কলেজের পিছনে) গ্রেফতার করা হয়। , প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার