নিখোঁজ ১০ বছরের ওমরের লাশ মিললো বিজিবিরি ক্যাম্পের পিছনে

নিখোঁজ ১০ বছরের ওমরের লাশ মিললো বিজিবিরি ক্যাম্পের পিছনে

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ নগরীর খাগডহর মাঠপাড় এলাকা থেকে গতকাল বুধবার রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া দশ বছরের ওমরের লাশ পাওয়া গেছে বিজিবি ক্যাম্পের পিছনে। তার নিথর দেহ মাটিতে অর্ধপুতা ছিল।
ঘটনার খবর পেয়েই কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ও জেলা গোয়েন্দা সংস্থা অফিসার ইনচার্জ ফারুক হাসান ঘটনা স্থলে উপস্থিত হন। ঘটনাটি তুমুল পর্যালোচনা করেন।জানা যায়, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ সমন্নয়ে কাজ করছেন। নিহত ওমর( ১০) মোহাম্মদ মিলন গ্রাম খাগডহর থানা কোতোয়ালী জেলা ময়মনসিংহ। সে খাগডহর বাইতুল কুরআন ও সুন্নাহ নাজেরা বিভাগের মাদ্রাসার ছাত্র। সকাল ৯ ঘটিকায় বিজিবি ক্যাম্পের পেছনে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারনা করা হচ্ছে তার সহপাঠীরা কেউ এঘটনা ঘটিয়ে থাকতে পারে।