You must need to login..!
Description
এম এ খালেক খান :
জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত,নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার টিএমএসএসের মৌখাড়া শাখা কর্তৃক আয়োজিত মৌখাড়া এলাকার মৎস্য চাষীদের মধ্যে টিএমএসএস কর্তৃক বাস্তবায়নাধীন এসইপি-ফিশারিজ প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
পরিবেশবান্ধব মৎস্য চাষ নিশ্চিত করার লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় ও টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত এসইপি-ফিশারিজ উপ-প্রকল্পের মৌখাড়া শাখার স্থানীয় মৎস্য চাষীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে মৎস্য চাষীদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএস এন্টারপ্রাইজ সেলের সিনিয়র সহকারী পরিচালক ও এসইপি ফিশারিজ প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষক মাঠ দিবসের প্রয়োজনীতা,প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়া।
প্রধান অতিথি মোঃ শাহীন মিয়া বলেন-মুক্তা চাষ বর্তমান সময়ের একটি বিশেষ সম্ভাবনাময় লাভজনক উদ্যোগ,যা মাছ চাষের পাশাপাশি একই পুকুরে চাষ করা যায়। টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের মধ্যে এমন উদ্যোগ অনেক বেশি প্রশংসনীয় ও সময়োপযোগী। মাঠ দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএস নাটোর জোন প্রধান এ এস এম আরিফুল বাসার। তিনি বলেন,টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের পাশাপাশি প্রান্তিক বিভিন্ন পেশার মানুষের নানান আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের নির্দেশনায় অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন করতে আরো বেশি বেশি মানবিক কর্মকান্ড পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন তৃর্ণমূল পর্যায়ের মানুষদের সামাজিক ভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে টিএমএসএস নানামুখী কার্যক্রম পরিচালনা করছে।
মাঠ দিবসের আলোচনা পর্ব শেষে মৌখাড়া গ্রাম এলাকার মৎস্য চাষীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এসইপি-ফিশারিজ উপ-প্রকল্পের আওতায় মুক্তা চাষের উপকারভোগী একজন মৎস্য চাষীর পুকুর পরিদর্শন করে তাকে প্রকল্পের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও মুক্তা চাষ সম্প্রসারণের লক্ষ্যে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলাস্থ মাছ চাষীদের মধ্যে পুকুরে মাছ চাষের সাথে মুক্তা চাষ বিষয়ক পরামর্শ ও বিভিন্ন কলাকৌশল হাতে,কলমে প্রদর্শন করা হয়। মাঠ দিবস অনুষ্ঠানে টিএমএসএসের এসইপি-ফিশারিজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ মোমিনুল হক, নানা শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবিধাভোগী কৃষক,এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাঠ দিবসের অনুষ্ঠানে মৌখাড়া এলাকার ৩০ জন মাছ চাষী অংশ নেয়। মাঠ দিবসের অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন টিএমএসএসের মৌখাড়া শাখার,শাখা ব্যবস্থাপক মোঃ জহুরুল হক। মাঠ দিবস অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।