বেগম জিয়ার কোনো দুর্ঘটনা ঘটলে আওয়ামী সরকারকেই দায়ী থাকবে-প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

অবিলম্বে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার বিদেশে বেগম জিয়ার উপযুক্ত ও উন্নত চিকিৎসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃস্টি করছে ।
আজ বিকেলে ময়মনসিংহে পদযাত্রার পূর্বে নগরীর নতুন বাজারস্থ হরি কিশোর রায় রোডে গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন । ময়মনসিংহ উত্তর ,দক্ষিন জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই গণ জমায়েত ও পদযাত্রা অনুষ্ঠিত হয় । বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে বিএনপি আজ দেশব্যাপী জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করে ।
গণ জমায়েতে তিনি আরও বলেন, উপযুক্ত চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার জীবন সঙ্কটাপন্ন ।এতে তাঁর জীবনে কোনো দুর্ঘটনা ঘটলে আওয়ামী সরকারকেই দায়ী থাকতে হবে। তিনি বলেন ,বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা,গ্রহনযোগ্যতা এবং তাঁর রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সরকার ভয় পায়।সেজন্য ১/১১র জরুরী অবস্থার সরকারের মাইনাস টু ফর্মুলায় নিজের মামলা গুলো বিভিন্ন কৌশলে শেষ করলেও শেখ হাসিনা তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোয় ফরমায়েশী রায় দিয়ে তাঁকে রাজনীতি ও নির্বাচন থেকে নির্বাসনে পাঠাতে চায়।এখন তাঁর উপযুক্ত সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে তাঁকে দুনিয়া থেকেও মাইনাস করতে চায় । বেগম খালেদা জিয়ার জীবন সঙ্কটাপন্ন উল্লেখ করে প্রিন্স বলেন, বাংলাদেশের চিকিৎকরা বিদেশে চিকিৎসার সুপারিশ করলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃস্টি করছে ।
তিনি বলেন, সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় প্রমান বেগম খালেদা জিয়ার ওপর সরকারের নির্মম ও নিষ্ঠুর দমন নিপীড়ন ।তিনি বর্তমান বিশ্বে মজলুম রাজনৈতিক নেতা। গণ জমায়েতে তিনি আরও বলেন, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে নিশ্চিত শোচনীয় ভরাডুবির দুশ্চিন্তায় দিশেহারা।সেজন্য তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের গণ দাবী উপেক্ষা করে আবারও সাজানো পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে । জনগণ এবার তা নস্যাৎ করে দেবে।

তিনি বলেন বাংলাদেশের জনগণকে অধিকার হারা করে যারা নিজেদের লাভ খুজতে চায়, বাংলাদেশকে দূর্বল করতে চায়, আর যাই হোক তারা বাংলাদেশের বন্ধু দাবী করতে পারে না। ভোট চোর সরকারকে যারা সমর্থন করে,তারা নিজেদেরকে গণতান্ত্রিকও দাবী করতে পারে না।তিনি বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে জনগণ আন্দোলনে, গণ অভূত্থানে হৃত অধিকার-মালিকানা পুনরুদ্ধার করবে ,গণতন্ত্র ও মানবিক রাষ্ট্র পূন:প্রতিষ্ঠা করবে।
বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্র ,সংস্থা,মানুষের প্রতি বাংলাদেশের অধিকার হারা জনগণের পাশে দাড়ানোর আহ্বান জানান।
ওয়ারেস আলী মামুন বলেন,আওয়ামী সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্ত করা হবে।তিনি বলেন হামলা মামলা বন্ধ না করা হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে ।
শরীফুল আলম বলেন বেগম খালেদা জিয়া সরকারের প্রতিহিংসা রাজনীতির শিকার । সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়।সেজন্য তার বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে এখন তার সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃস্টি করছে ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত পদযাত্রা পূর্ববর্তী গণ জমায়েতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম ,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সরোয়ার,ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম ,উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, বিএনপির বৈদেশিক কমিটির সদস্য ইয়াসির খান চৌধুরী , দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী , শাহ শিব্বির আহমেদ বুলু, দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ,জেলা যুব দলের সভাপতি রোকনুজ্জামান সরকার ,মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন পারভীন, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক, মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু,ছাত্র দলের সভাপতি নিহাদ সাদমান ডুনন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল বক্তব্য রাখেন ।
গণ জমায়েতের পর বিশাল পদযাত্রা দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আমলা পাড়া,বিদ্যাময়ী স্কুল,নতুন বাজারসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার