ময়মনসিংহে ৯,১০০ জনকে করোনা টিকা প্রদান, কেন্দ্র পরিদর্শনে মেয়র টিটু

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজ ডেস্ক :
ময়মনসিংহে করোনার টিকা নিতে প্রতিদিন  ভীড়  বাড়ছে  । আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়াম চত্বরে কোভিড ১৯ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আজ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন, জেলা নারী ও শিশু জজ এরশাদুর আলম, অর্থঋণ আদালতের জজ তাহমিনা খানম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা আক্তার ও সহকারী জজ মোঃ রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করোনার টিকা গ্রহন করেছেন। গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ ২ হাজার ৬২৬জনসহ জেলার ১৩টি উপজেলায় একদিনে মোট ৪হাজার ৩৫৬জন টিকা দেয়া হয়েছে। জেলায় গত চারদিনে এ পর্যন্ত মোট ৯ হাজার ১০০জন করোনার টিকা নিয়েছেন।

মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব জানান, বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থাপিত কোভিড ১৯ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসময় মাননীয় মেয়র টিকা দান কেন্দ্রে কার্যক্রম পরিদর্শন করেন এবং টিকা গ্রহিতাগণের সাথে টিকাকেন্দ্রে বিভিন্ন সুবিধা-অসুবিধা বিষয়ে আলাপ করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে টিকা কেন্দ্রের বয়স্ক ও অসুস্থদের জন্য আলাদা আরো দুটি বুথ এবং অনলাইন রেজিস্ট্রেশনের আরো একটি বুথ স্থাপনসহ পরিসর ও সুবিধা বৃদ্ধির জন্য প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মসিক মেয়র টিটু।
মেডিকেল কলেজে স্থাপিত কোভিড ১৯ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: ওয়ায়েজ উদ্দিন ফরাজী, মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ. কে দবেনাথ প্রমূখ।

এদিকে গতকাল জেলা সিভিল সার্জন ডাঃ এবিএম মসিহুল আলম জেলার তারাকান্দা, ফুলপুর ও হালুয়াঘাট উপজেলায় র কোভিড ১৯ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার