ময়মনসিংহের মুক্তাগাছায় যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছায় যুবককে কুপিয়ে হত্যা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   
ময়মনসিংহের মুক্তাগাছায় আসাদুজ্জামান আসাদ (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় নাহিদ নামের আরেক যুবক আহত হন। সোমবার (২৮ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের আটানী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আসাদ উপজেলার তারাটী পূর্বপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের সমর্থক ও যুবলীগ কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার রাতে শহরের আটানী বাজারে একটি চায়ের দোকানে বসে আসাদ, নাহিদসহ কয়েকজন মিলে একসঙ্গে বসে চা পান করছিলেন। রাত পৌনে ৯টার দিকে ১৫-২০ জন যুবক চাইনিজ কুড়াল, রড, হকিস্টিকসহ অস্ত্রশস্ত্র নিয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলেন। এসময় আসাদকে তারা উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে দুই পা, হাত থেঁতলে দেন। তারা গুরুতর আহত অবস্থায় তাকে ড্রেনের ওপর ফেলে রেখে চলে যান। পরে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।###

মতিউল আলম