গফরগাঁওয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা দিয়েছে পুলিশ। এদের মধ্যে এজাহার নামীয় সুলতান মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হোসাইন মামলাটি করেন।
মামলায় ১৯ জনের নামে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়েছে।আসামিরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রায়হান অপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দিদারুল ইসলাম, উপজেলা ছাত্রদলে সাবেক সভাপতি হাফিজ আল আসাদসহ ১৯ নেতাকর্মী।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, সোমবার সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের চাঁদনী সিনেমা হল মোড়ে পুলিশ টহল দিচ্ছিল। এসময় পুলিশের কাছে খবর আসে গফরগাঁও-ভালুকা সড়কে তেজপাতা মার্কেট এলাকায় বিএনপির কিছু উশৃঙ্খল নেতাকর্মী সড়কে যানবাহন আটকে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় পুলিশ একজনকে গ্রেফতার করে।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার