ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১১ঃ ভারতীয় ২০ হাজার কেজি চিনি উদ্ধার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়।  এছাড়া ভারতীয় ২০ হাজার কেজি চিনি উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার ভাটিকাশর পাদ্রী মিশনের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আসামী শুভ (২৪), পিতা-মৃত নজরুল ইসলাম গ্রাম- কৃষ্টপুর (মেডিকেল কলেজ গেইট) আল আমিন(২৪), পিতা-মনফর আলী, গ্রাম- চর পাড়া (চরপাড়া (কপিক্ষেত)) কাজল(২৫), পিতা-কাদির , গ্রাম-আকুয়া ডন মোড় হেজবুল্লাহ্ পট্টি (ভাসমান)) সর্ব থানা- ময়মনসিংহ সদর, ময়মনসিংহদের গ্রেফতার করেন এবং আসামীদের হেফাজত হতে ৩ টি চাকু উদ্ধার করেন।

এসআই(নিঃ) কামরুল হাসান এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার ২৩নং ওয়ার্ড সুতিয়াখালী বাজার হতে উজান খাসিয়ারচর রোডস্থ বেইলী ব্রীজের উপর হতে আসামী মোঃ ছাদেক (৪০), পিতা-মোঃ মজিবর রহমান ,গ্রাম-খাসিয়ারচর, থানা- গৌরীপুর, জেলা –ময়মনসিংহকে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মনিরুজ্জামান এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চর কালিবাড়ী সাকিনস্থ ময়লাকান্দা নামকস্থানে কিশোরগঞ্জ টু ময়মনসিংহ গামী পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ উজ্জল (৪০), পিতা-মৃত- আঃ মজিদ, সাং-পশ্চিম নয়াকান্দি, থানা- করিমগঞ্জ, জেলা -কিশোরগঞ্জ, আবুল কালাম (৪৪), পিতা-মৃত-আঃ হামিদ, সাং-বড় প্রিয়া ভৌটা, থানা- বাকেরগঞ্জ, জেলা-বরিশাল অবৈধভাবে চোরাই পথে আমদানীকৃত ভারতীয় চিনি শুল্ক/কর ফাঁকি দিয়ে দেশীয় বস্তার মোড়গ ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়া আসার পথে ৪০০(চারশত) বস্তা ভারতীয় চিনি, যার মোট ওজন ২০ হাজার কেজি চিনি সহ গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা হতে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী মোঃ রবিউল ইসলাম জুয়েল(২৮), পিতা-মোঃ আবু বক্কর , গ্রাম- বাঘমারা (পুরাতন মেডিকেল গেইট) , থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আজগর আলী এএসআই(নিঃ) মিজানুর রহমান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকা হতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ আঃ রাজ্জাক, পিতা-মোসলেম উদ্দিন, স্থায়ী:-আকুয়া চৌরঙ্গীর মোড় , শাহাবুদ্দিন ওরফে সুবুদ্ধি, পিতা- মৃতঃ নূর ইসলাম, গ্রাম- দাপুনিয়া, হাবিবুর রহমান, পিতা- মৃতঃ হজরত আলী, স্থায়ী: গ্রাম-শশ্যমালা কোনাপাড়া, থানা- ময়মনসিংহ সদর, -ময়মনসিংহ, হালিম মিয়া (৩০), আঃ মজিত, গ্রাম- আলালপুর (শম্ভূগঞ্জ বাজার), সর্ব থানা- ময়মনসিংহ সদর, ময়মনসিংহ

প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার