বিএমটিভি নিউজ ডেস্কঃ
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সব যানবাহন চলতে পারবে না। কিছু যানবাহনের চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মোটরসাইকেল ও থ্রি-হুইলার চলাচল করতে পারবে না। উঠতে পারবে না পথচারী, রিকশাসহ তিন চাকার গাড়ি। শুধুমাত্র চার চাকার গাড়ি চলাচল করতে পারবে। এজন্য ওইসব গাড়িকে টোল গুনতে হবে।
প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ও হালকা ট্রাককে ৮০, বাস ও মিনিবাস ১৬০, মাঝারি ট্রাক ৩২০ এবং ভারি ট্রাক বা ট্রেইলরে ৪০০ টাকা টোল দিতে হবে।