ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে বিস্ফোরক মামলার আসামীসহ গ্রেফতার ৬

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে বিস্ফোরক মামলার আসামীসহ গ্রেফতার ৬

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার আকুয়া বাইপাস মোড় এলাকা হতে দস্যুতার প্রস্তুতি মামলার আসামী হৃদয় (২০), পিতা-খোকন, সাং-দাপুনিয়া শষ্যমালা, থানা- কোতোয়ালী, ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

এসআই(নিঃ) আলী আকবরর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার আকুয়া এলাকা হতে বিস্ফোরক মামলার আসামী খন্দকার মাহমুদুল হক(৫০), পিতামৃত-খন্দকার শামছুল হক, সাং-আকুয়া হাজীবাড়ী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ)আল মামুনর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের সহায়তায় কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ময়নামতি হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে হতে অপহরন মামলার আসামী মোঃ শান্ত(২২), পিতা- মোঃ মোস্তফা, সাং-নিজ পুবাইল, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ)আরিফুল ইসলামর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পরানগঞ্জ ইউনিয়নের বাঘাডোবা সাকিন হতে অন্যান্য মামলার আসামী মোরশেদ আলম (৩০), আবু তালেব (৩৫), উভয় পিতা- হযরত আলী, সাং-বাঘাডোবা, থানা- কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ)তানভীর আহমেদর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার নতুন বাজার হতে চুরি মামলার আসামী
রাহাত ইসলাম শান্ত (২০), পিতা-মিজান, সাং-পচা পুকুরপাড়, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।