নেত্রকোনার পূর্বধলায় চাঞ্চল্যকর দর্জি হত্যা মামলার পলাতক ৫ আসামী গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
র‌্যাব -১৪ সিপিএসসি ময়মনসিংহ টিটিসি একটি অভিযানিক চৌকস দল গত ৩ সেপ্টেম্বর রাত অনুমান ১২ টায় অভিযান চালিয়ে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে নেত্রকোনার পূর্বধলায় চাঞ্চল্যকর দর্জি ইদ্রিস আলী(৭০) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৫ আসামীকে গ্রেফতার করেছে। র‌্যাব -১৪ ময়মনসিংহ সিপিএসসি টিটিসি কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

এজাহার পর্যালোচনা ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জমা ক্রয় সংক্রান্তে পূর্ব-বিরোধের জের ধরে ঘটনার দিন গত ২৭ আগষ্ট, ২০২৩ সন্ধ্যা অনুমান ৭ টায় ভিকটিম ইদ্রিস আলী মসজিদ হতে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা গ্রেফতারকৃত ও অন্যান্য পলাতক আসামীগণ ভিকটিমকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর জখম করে। ভিকটিমের ডাক চিৎকারে তার স্ত্রী মোছা. ফরিদা আক্তার (৬৬) ও আশেপাশের লোকজন আগাইয়া আসলে বিবাদীগণ ঘটনাস্থল ত্যাগ করে । আশেপাশের লোকজনের সহায়তায় ভিকটিমকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ভিকটিম ইদ্রিস আলীকে নির্মমভাবে হত্যার ঘটনায় পূর্বধলা থানা এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গত ২৮ আগষ্ট ২০২৩ খ্রীষ্টাব্দে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মোস্তাফিজ, আক্কাস, রিফাত, মনোয়ারা ও পপি সহ এজাহার নামীয় ০৯ জন আসামী সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীর বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ৩৫,ধারাঃ ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার পর থেকে আসামীগণ কৌশলে তাহাদের নিজ বাড়ি ত্যাগ করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিল।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব -১৪ আসামিদের অবস্থান সনাক্তের মাধ্যমে . মোস্তাফিজুর রহমান (২৩), মো. রিফাত (২০),পিতা – আক্কাস আলী, আক্কাস আলী (৬৫), পিতা – মৃত বদির উদ্দিন, মোছা. মনোয়ারা খাতুন (৫৫),পিতা – মৃত আব্দুল হোসেন, মোছা. পপি আক্তার ( ২০), পিতা – আক্কাস আলী, সর্ব সাং- উত্তর কালডোয়ার, থানা – পূর্বধলা, জেলা- নেত্রকোণা এই ৫ আসামীকে গতরাত গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে নেত্রকোণা জেলার পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার