গৌরিপুর ও ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গৌরিপুর ও ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় বিশ কোটি টাকা। এ ছাড়া শীর্ঘই ত্রিশাল ও নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা হবে। এতে ব্যয় হবে ১৮ কোটি টাকা। এছাড়া পুরাতন জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিকগুলো চিহ্নিত করে নতুন নির্মান/সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় সভায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফায়েদ আল হোসেন এ তথ্য জানান। জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্প এর ৫৫টি প্যাকেজের কাজ বাস্তবায়নের লক্ষ্যে বাস্তবায়ন কাজ চলমান।
সভায় ময়মনসিংহ সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ করোনাভাইরাস ও ডেঙ্গু বিস্তার প্রতিরোধে সকলকে সতর্ক ও সচেতন থাকার জন্য আহ্বান জানান। তিনি জানান, জেলা উপজেলা ভিত্তিক কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে। বুস্টারসহ অন্যান্য ভ্যাকসিন কার্যক্রম চালু আছে এবং হাজীদের মধ্যে ৩০০০ ভেকসিন প্রধান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
ময়মনসিংহের সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী বলেন, শম্ভুগঞ্জ ব্রিজের পর চরকালি বাড়ি দরবার শরীফ রোডের (পীরের বাড়ির সামনে) অংশে যেন যানবাহন ইউট্রান নিয়ে যানজট সৃষ্টি করতে না পারে সেজন্য রোড ডিভাইডারের গ্যাপ বন্ধ করা হবে।
সভায় স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান জানান, এলজিইডির আওতাধন ২৫ টি প্রকল্পের আওতায় ৮৩৩টি গ্রামীণ সড়ক স্কিম চলমান রয়েছে। পল্লী সড়ক মেরামত প্রকল্পের আওতায় ৭৫ কোটি টাকা বরাদ্দ এবং ৭১ টি রাস্তা মেরামতের কার্যাদেশ প্রদান করা হয়েছে।
ময়মনসিংহ গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান সিদ্দিক অবহিত করেন যে, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ৭ টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধি করন প্রকল্পের আওতায় ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সাইট ডেভেলপমেন্ট কার্যক্রম মূল ভবনের সাথে সমন্বয় করে কাজ করা হবে।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিউজ্জামান বলেন, প্রনোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ, আমন উফশী, হাইব্রিড বীজ ও সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগাম শীতকালীন শাক সবজির বীজতলা তৈরির কাজ চলমান। সরিষা আবাদ বৃদ্ধির জন্য আমন মৌসুমে আগাম জাতের রুপা আমন ধান ব্রি ধান-৭১,৭৫,৮৭ বিনা-১৭ জাতের আবাদ করা হয়েছে।

সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমারী খাতুন জানান, ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলায় একটি করে উন্নত মানের আল্ট্রাসাউন্ড মেশিন স্থাপন হয়েছে। এতে প্রাণি চিকিৎসা সহজতর হবে।
খাদ্য অধিদপ্তরের জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী জানান, এ যাবৎ ২১৫১.১৬০ মে. টন ধান ও ৬৭২৫৯.৬৪০মে. টন চাল সংগৃহীত হয়েছে।
এছাড়া সভাপতি সভায় বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত দপ্তরসহ অন্যান্য বাণিজ্যিক ভবনে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে পূর্ব ঘোষিত সিদ্ধান্তসমূহ কঠোরভাবে বাস্তবায়ন ও উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নে মনিটরিং জোরদারকরণের জন্য সকল দপ্তর প্রধানকে অনুরোধ জানান।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার