You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই(নিঃ) তাইজুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় মোবাইল-২ ডিউটি করাকালীন সময়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার রামবাবু রোডস্থ (বাগানবাড়ী) ওয়ালটন শো-রুমের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে বেআইনী জনতাবদ্ধে দাঙ্গা সৃষ্টি করতঃ সরকার বিরোধী স্লোগান দিয়া রাস্তায় যানচলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া যানবাহন ভাংচুর সহ নাশকতামূলক কর্মকান্ড ও অন্তর্ঘাতীমূলক কাজ করার অপরাধে ০৪জন আসামী আলমগীর হোসেন (২৫), পিতা মৃত-আঃ মজিদ,
সাং-মধ্যবাড়েরা, মুজিব মার্কেট, থানা-কোতোয়ালী, মহিবুল হক টুটুল (৩৯), পিতা-মোঃ ইস্রাফিল, , সাং-আমুয়াকান্দা বাজার, থানা-ফুলপুর, মাজেদুল ইসলাম(২৭), ও সাজেদুল ইসলাম (২২), উভয় পিতা-আঃ মতিন, সাং- পাটগুদাম মদের ডিপো, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল হতে যানবাহনের গ্লাসের ভাঙ্গা টুকরা ৩৫(পয়ত্রিশ)টি ও ইটের টুকরা ১১৫(একশত পনের)টি উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) তানভীর ছিদ্দীকী এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার নওমহল এলাকা হতে রানা (২৮), পিতা-মজিবর রহমান, সাং-চর কালিবাড়ী মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ)জহিরুল ইসলাম,এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ ময়লাকান্দা এলাকা হতে ডাকাতির চেস্টা মামলার আসামী মোঃ মিলন মিয়া (২২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-বারতি পাড়া, তারার বাজার, বোররচর, থানা- কোতোয়ালী, ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মনিতোষ মজুমদারএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম এলাকা হতে দস্যুতার চেস্টা মামলার আসামী রমজান হোসেন (২২), পিতামৃত-রশিদ করিম, সাং-চর কালিবাড়ী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ)আনোয়ার হোসেন এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ সাহেব কাচারী এলাকা হইতে বিশেষ ক্ষমতা আইনে মামলায় জালাল উদ্দিন(৩৯), পিতামৃতঃ আব্দুল আহাদ, , সাং-মহনপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)আশরাফুল ইসলাম, এএসআই ওমর ফারুক, এএসআই আয়েছ থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামীদের গ্রেফতার করেন। আসামীরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার মোঃ রিয়াজুল ইসলাম (২৮), পিতা-জালাল উদ্দিন , ঠিকানা: স্থায়ী: (জাফর মন্ডলের পাড়া, বোররচর, মনির(৩২), পিতা-সুরুজ, মাতা-জোস্না বেগম , ঠিকানা: স্থায়ী: (আকুয়া কান্দাপাড়া) হাফিজুল ইসলাম(৩৭), পিতা-মৃতঃ আঃ গফুর, , ঠিকানা: স্থায়ী: বাড়েরা (বাড়েরাপুল) , বিজয় হোসেন বাবু(২০), পিতা-আনোয়ার হোসেন , ঠিকানা: স্থায়ী: মধ্য বাড়েরা (ছাপড়া মসজিদ সংলগ্ন)কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই তাইজুল ইসলাম, এএসআই নুরুজ্জামান, আব্দুস ছাত্তার, আবুল হাসান থানা এলাকা হতে নিম্নলিখিত পরোয়ানা তামিল করেন। জিআর পরোয়ানা- ময়মনসিংহ সদর উপজেলার মোঃ আমিনুল ইসলাম, পিতা- মোঃ তোতা মিয়া, আলীয়া মাদ্রাসা রোড, পালপাড়া বলাশপুর, অন্তর (), শরাফ উদ্দিন, গ্রাম-২৩ বলাশপুর নয়াপাড়া আগড়াকান্দা) কে গ্রেফতার করা হয়।
সিআর পরোয়ানা ময়মনসিংহ সদর উপজেলার আবু রায়হান চমক (), পিতা-হেলাল উদ্দিন, স্থায়ী: গ্রাম- দিঘারকান্দা (নামাপাড়া) , আবু রায়হান চমক (), পিতা-মোঃ হেলাল উদ্দিন, স্থায়ী: গ্রাম- দিঘার কান্দা (দিঘারকান্দা নামাপাড়া) কে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।