ফুলবাড়ীয়া বিএনপির ২৯ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা

ফুলবাড়ীয়া বিএনপির ২৯ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা

BMTV Desk No Comments

ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিএনপির ২৯ নেতাকর্মীর নাম উল্ল্যেখ করে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে শনিবার রাতে থানায় এ মামলা করেন।
মামলায় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বাদল, সাবেক ইউপি চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবনসহ ২৯ নেতাকর্মীর নাম উল্ল্যেখ করে আসামি করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, ফুলবাড়ীয়া পৌরসভাধীন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পাকা রাস্তার উপরে ককটেল বিষ্ফোরন ঘটাইয়া যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করে সরকারী কাজে বাধা প্রধান করে।
এদিকে এ গায়েবি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক। এর আগে গত ১২ ফেব্রুয়ারী ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ২৩ নেতা-কর্মীকে আসামি করে ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিস্ফোরক আইনে একটি মামলা হয়। এসআই আবুল কালাম বাদী হয়ে ওই মামলা করেন।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।