এলিভেটেড এক্সপ্রেসওয়ে ১৫ ঘণ্টায় ১৩ লাখ ৩০ হাজার টাকা টোল আদায়

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ১৫ ঘণ্টায় ১৩ লাখ ৩০ হাজার টাকা টোল আদায়

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ যানজট নিরসনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে। রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় এক্সপ্রেসওয়েতে ১৩ লাখ ৩০ হাজার ১৬০ টাকা টোল আদায় হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার।তিনি বলেন, বিমানবন্দর থেকে বনানী মহাখালী, ফার্মগেটের পথে ৯ হাজার ৫২টি গাড়ি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ২ হাজার ২টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে এক হাজার ৯৮৫টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী কুড়িল ও বিমানবন্দরের পথে ৩ হাজার ৩৪৫টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আজ সকাল ৬টায় উড়ালপথটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

উড়াল সড়কের টোল নির্ধারণ করে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।