ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

image

You must need to login..!

Description

ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিদ্যানন্দ উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিরুল ইসলামের অপসারণের দাবীতে শ্রেণী কক্ষে তালা লাগিয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম আবার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাই তিনি দলীয় ক্ষমতার জোড়ে ছয় বছর যাবত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। বিদ্যালয়ে গাছ কেটে তিনি বাড়ীর আসবাবপত্র বানিয়েছেন, শিক্ষক নিয়োগ বানিজ্য করে বিদ্যালয়ের উন্নয়নের কোন
কাজ না করে নিজের পকেট ভারি করেন, প্রতিবাদ করতে গেলে হুমকি দামকি দেয়। তার অন্যায় অসদাচরণের জন্যে কমিটি থেকে চারজন সদস্য পদত্যাগ করেন। সিনিয়র শিক্ষক নজরুল ইসলামকে বাদ দিয়ে জুনিয়র শরিরচর্চা শিক্ষক মতিউর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করেন। সিনিয়র শিক্ষক
নজরুল ইসলামকে স্বপদে পূনরায় বহাল করে এবং ম্যানেজিং কমিটি বাতিল করে নীতিমালা অনুসরণ করেই স্কুলের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের
সুদৃষ্টি কামনা করছেন এলাবাসী,অভিভাবক ও শিক্ষার্থীরা।
সভাপতি আমিরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা, কয়েকজন শিক্ষক ও অভিভাবক মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম বলেন, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম ছাত্র-ছাত্রীরা শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দিয়ে ছিল, আমি শিক্ষক ছাত্র-ছাত্রীদের নিয়ে বসে কথা বলে তালা খুলে দিয়েছি।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার