মুক্তাগাছার চাঞ্চল্যকর যুবলীগ নেতা হত্যার কিলার ইসমাঈল গ্রেফতার

মুক্তাগাছার চাঞ্চল্যকর যুবলীগ নেতা হত্যার কিলার ইসমাঈল গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
মুক্তাগাছা থানার সব চেয়ে  আলোচিত  চাঞ্চল্যকর যুবলীগ নেতা আসাদ হত্যার ঘটনায় কিলার একাধিক মামলার আসামী ইসমাঈল(৪৪) কে  গতকাল ৮ সেপ্টেম্বর দুপুর বেলা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পশ্চিম ব্যাজগাঁও মোল্লাবাড়ী থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের কাছে হত্যা্কান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত ইসমাঈল।  গ্রেফতারকৃত ইসমাঈলকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।  এনিয়ে জেলা ডিবি পুলিশ মামলায় জড়িত ৩জনকে গ্রেফতার করেছে।

ডিবি সুত্রে জানা যায়,  গত ২৯ আগস্ট-২০২৩ মুক্তাগাছা থানার পানহাটি  গ্রামের  যুবলীগ নেতা আসাদকে গুরুতর আঘাত করে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। উক্ত ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে  মুক্তাগাছা থানার মামলা নং-৩০, তারিখ-৩১/০৮/২০২৩ ইং ধারা- ১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড রুজু হয়।

মামলাটি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ  ভুইয়ার  নির্দেশে মামলার তদন্তভার দেন ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখাকে। ময়মনসিংহ  জেলা গোয়েন্দা শাখা এর অফিসার-ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে ডিবির টিম ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে  ঘটনায় জড়িত এজাহার নামীয় ০৪নং আসামী মুক্তাগাছা থানার  তারাটি ফকিরপাড়া, মৃত আলহাজ্ব মুসলেম উদ্দিনের ছেলে  মোঃ ইসমাঈল হোসেন (৪৪)কে ৮ সেপ্টেম্বর দুপুর বেলা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পশ্চিম ব্যাজগাঁও মোল্লাবাড়ী এলাকা হতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। এখন পর্যন্ত উক্ত মামলায় ৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে।হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।##

মতিউল আলম