ফুলপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতারের পর কারাগারে

ফুলপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতারের পর কারাগারে

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ফুলপুরে শ্যামল (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিন আসামীকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক দেওয়ান মনিরুজ্জামান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গ্রেফতাররা হলেন- উপজেলার আলোকদি গ্রামের দৌলত মুন্সির ছেলে মঞ্জুরুল হক (৩০), সামসুল হকের ছেলে মোসাদ্দিক (৩৮), বাবুল মিয়ার ঝেণে মনিরুল ইসলাম (৩২)।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, তিন আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়। বিচারক রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জানা যায়, নিহত শ্যামল উপজেলার আলোকদি গ্রামের হযরত আলীর ছেলে। তিনি পেশায় বালু ব্যবসায়ী ছিলেন।
রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে স্থানীয় বাবুল মিয়ার চায়ের দোকানের আসছিলেন শ্যামল। দোকানের কাছে আসতেই দুর্বৃত্তরা কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। স্থানীয় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় রাতেই নিহতের ভাই উজ্জল বাদী হয়ে ১০ জনের নামে ও অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে মামলা হয়। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যায় ব্যবহৃত দা ও রক্ত মাখা কাপড় জব্দ করা হয়েছে।

LATEST POSTS