You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান ১টি প্রাইভেটকারসহ ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জন সহ ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই(নিঃ) মনিরুজ্জামান এর নেতৃত্বে কোতোয়ালী থানার একটি চৌকশ টীম অভিযান চালিয়ে গত ১১ সেপ্টেম্বর পৌণে ১২টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চরকালিবাড়ীর ময়লাকান্দায় শম্ভুগঞ্জ টু ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর হতে ৪জন মাদক ব্যবসায়ী বিধু কর্মকার(৪৫), পিতামৃতঃ কালাচান কর্মকার, সাং-কাঞ্চনপুর, থানা-বাসাইল, টাঙ্গাইল, এপি–কালিবাড়ী (লোকনাথ মন্দিরের পার্শ্বে), থানা-কোতোয়ালী, ময়মনসিংহ, প্রবীর সরকার(৪৫), পিতামৃতঃ বলরাম সরকার, সাং-ছনকান্দা বাজার, থানা-ফুলপুর, এপি-এসকে হাসপাতালের পিছনে, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ, মোঃ রাকিব(২৬), পিতা-শহিদুল ইসলাম, সাং-রামচন্দ্রকুড়া, আবুল হোসেন(৩৫), পিতা-মাইন উদ্দিন, সাং-তাড়ানি, উভয় থানা-নালিতাবাড়ী, শেরপুরদের’কে গ্রেফতার করেন।
আসামীদের নিকট হতে ১৪০ (একশত চল্লিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিলভার কালারের এক্স করোলা প্রাইভেটকার জব্দ করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক আইনে মামলা রয়েছে।তারা দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় মাদক ব্যবসা করে আসছিল।
এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজীব এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার সিকে ঘোষ রোড এলাকা হতে ডাকাতির চেস্টা মামলায় আসামী মনিরুল ইসলাম কাইয়ুম ওরফে হৃদয় (২৮), পিতা-আঃ হাদি, সাং-৯৬/বি, নির্মলাবাস রোড, পুরোহিতপাড়া, মোঃ আলামিন(২৪), পিতা-মৃতঃ হাবিবুর রহমান, সাং সানকিপাড়া, এস এ সরকার রোড, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এএসআই(নিঃ) মাহমুদুল ইসলাম ও সোহরাব হোসেন থানা এলাকা হতে ০২টি জিআর তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ময়মনসিংহ সদরের ধোপাখোলা মোড়ে্র দিহান (২৩) ও উজান ঘাগড়ার (কসাইবাড়ী বাবুর ইটভাটা সংলগ্ন) মোঃ সোহেল ()কে গ্রেফতার করা হয়। প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।